পিক্সেল ইকোসিস্টেমকে শক্তিশালী করবে গুগলের নতুন ল্যাপটপ?

পিক্সেল ইকোসিস্টেম

পিক্সেল ইকোসিস্টেম যেনো মার্কেটে জনপ্রিয় হয় ও এ প্রযুক্তির যেনো ভালো চাহিদা থাকে সে লক্ষ্যে কাজ করছে গুগল। পিক্সেল ট্যাবলেট ও নতুন ফোল্ডিং ফোন এর সাথে আমাদের পরিচয় করে দিতে যাচ্ছে গুগল।

পিক্সেল ইকোসিস্টেম

এসব ডিভাইসে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে গুগলের উচিত পিক্সেল বুকের দিকেও নজর দেওয়া। অরিজিনাল পিক্সেল বুক বাজারে ছাড়া হয়েছিলো ২০১৭ সালে। ঐ ডিভাইসের অনেক প্রযুক্তি এখন পুরোনো হয়ে গেছে৷

এ সিরিজের ল্যাপটপের ডিসপ্লেতে বেজেল অনেক বেশি। ডিসপ্লে সেকশনে আরও উন্নতি প্রয়োজন৷ তবে মেশিনটি বেশ পাতলা ছিলো ও ওজনে হালজা হওয়ার বিষয়টি ইতিবাচক ব্যাপার ছিলো।

সর্বশেষ বের হওয়া পিক্সেল বুকে ৮ম জেনারেশনের ইন্টেল প্রসসর ব্যবহার করা হয়েছিলো৷ ২০২৩ সালের সময়ের সাথে এ পুরোনো প্রযুক্তি এখন আর যথেষ্ট না। তাছাড়া সব ধরনের কাজে কোর আই ফাইভ এর চিপসেট মানানসই নয়।

বর্তমানে এটির পারফর্মন্যান্স আর সন্তোষজনক নয়। মাল্টি-টাস্কিং এ ডিভাইসটি ধীরগতিতে কাজ করছে। অনেক ব্যবহারকারী সফটওয়ার অভিজ্ঞতা, আপডেট নিয়ে অভিযোগ তুলেছেন।

তবে সুখবর হচ্ছে, ২০২১ সালে গুগল নতুন টেনসর ভিত্তিক চিপসেট নিয়ে কাজ করার কথা জানিয়েছে। নতুন ক্রোমবুকে এটি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছিলো। এটি সত্যিই নেতিবাচক ব্যাপার কারণ গুগল একমাত্র বড় ব্র্যান্ড যা একটি ইকোসিস্টেম তৈরি করতে চায় তবে এখনও এই দিকটিকে উপেক্ষা করছে।

অ্যাপলের আইফোন, অ্যাপল ওয়াচ, আইপ্যাড এবং অবশ্যই তাদের ম্যাকবুক রয়েছে। Samsung এর গ্যালাক্সি ফোন, গ্যালাক্সি ওয়াচ, বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট, উইন্ডোজ এবং ক্রোমওএস ল্যাপটপ রয়েছে।

অ্যাপল এবং স্যামসাং উভয়ই তাদের স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের সাথে অভিজ্ঞতা প্রসারিত করার জন্য বৈচিত্রময় ল্যাপটপ তৈরি করে। গুগলের ল্যাপটপ এখন আর রেকমেন্ড করার মত অবস্থায় নেই। নতুন পিক্সেল বুক বাজারে আসলে তাদের পিক্সেল লাইন আপের প্রযুক্তি আরও শক্তিশালী অবস্থানে পৌছে যাবে।