জুমবাংলা ডেস্ক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ডিসেম্বরে থাকলেও তা পিছিয়ে যাচ্ছে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় এ ফলাফল প্রকাশে বিলম্ব বলে পিএসসি জানিয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ এ বিষয়ে বলেন, ‘৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ সম্ভব হবে না। আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি ছুটি এবং শনিবার আমরা কাজ করার পরও বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাচ্ছে। যার কারণে ফল প্রকাশে দেরি হবে।’
তিনি বলেন, লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য তৃতীয় পরীক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। কমিশনের এ-সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করার। কারণ এটি শেষ করতে পারলে আমাদের একটা বোঝা নেমে যায়।’
তবে খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য তিনি জানায়নি।
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে পিএসসি থেকে জানা যায়। কিন্তু বেশকিছু খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরে ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ার কারণে তৃতীয় পরীক্ষকের কাছে দেওয়া হয়েছে।
আর তাই অনেক চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি। তবে তারা যদি এই প্রক্রিয়ায় না যেত তাহলে আজকের (২৪ ডিসেম্বর) মধ্যে বৈঠক করে ফল প্রকাশের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



