Advertisement
স্পোর্টস ডেস্ক: পাঁচ দিন-ব্যাপী হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলির কারণে দুই দিন পিছিয়ে যেতে পারে এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল। সেক্ষেত্রে আগামী ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে হতে পারে আইপিএলের ১৩তম আসরের ফাইনাল।
ভারতের সংবাদ মাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ থেকে জানা গেছে, এর আগের ১২ আসরের ফাইনাল সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হলেও, পরিবর্তন আসতে পারে এতেও। প্রথম বারের মতো কর্মদিবসের দিন অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টটির ফাইনাল। তবে এখনও আলোচনার পর্যায়ে আছে বিষয়টি।
প্রসঙ্গত, গেল সপ্তাহেই আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই ঘোষণা দিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। আর এই টুর্নামেন্টের আয়োজক এবার আরব আমিরাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।