আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার মুখে টিকতে না পেরে অনেক এলাকায় ইউক্রেনীয় সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এ কথা স্বীকার করেছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি।
টেলিগ্রামে পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, রুশ বাহিনীর বহুমুখী হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তাদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরস্কি আরও বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। দোনেৎস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষাব্যুহ তৈরি করছেন ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থ্যক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি।
যদিও সেনা প্রধান বদলে আপাতত যুদ্ধের কোনো বাঁক বদল ঘটেনি। উল্টো রাশিয়ার কাছে অনেক এলাকা হারাচ্ছে ইউক্রেন, দেশটির সেনারাও পিছু হটছে।
গাজা যুদ্ধ বন্ধে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের অঙ্গীকার প্রয়োজন
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel