জুমবাংলা ডেস্ক : রাজধানীর হলিক্রস স্কুলে পিটির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিকভাবে শ্যাপেন সুশানা মল্লিক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান।
সুশানা মল্লিক ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলের পাশের গলিতেই তাদের বাসা।
ওসি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যান। এর পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রোদে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এজন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। এসময় তারা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।