জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে জেদ্দা শহরের বাইরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এরমধ্যে সংসারের হাল ধরতে দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে কাউছার মিয়া (২২)।
স্বামী হারানো মায়ের একমাত্র ভরসা ছিল ছেলে কাউসার। তার মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মা রাবেয়া বেগম। কিছুতেই যেন মানতে পারছেন না প্রিয় সন্তান আর নেই। কেননা সর্বশেষ গত মঙ্গলবার ছেলে কাউছারের সঙ্গে ফোনে কথা হয় মা রাবেয়া বেগমের। এ সময় মায়ের খোঁজ খবর নেয়াসহ নিজের জন্য দোয়া চান কাউছার। এ কথাই যে শেষ কথা হবে জানা ছিল না মায়ের।
কাউছারের বাবা কাজল মিয়াও সৌদি আরবে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবার পর ছেলেরও একই রকম মৃত্যু কারই বা সহ্য করার সাধ্যি আছে। স্বামীর পর একমাত্র সন্তানকেও হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রাবেয়া বেগম। কাউছারের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর মধ্যেও। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে কাউছারের মরদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন রাবেয়া বেগমসহ তার আত্মীয়-স্বজনরা।
নিহত সবাই সৌদির ইয়ামামা কোম্পানিতে পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।