জুমবাংলা ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাড়ির নামফলকের ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা – “ডাক্তার বাড়ী | ডাঃ পিনাকী ভট্টাচার্য | ইউটিউব চ্যানেল মালিক (৩টি) ভ্লগার, লেখক চিন্তাবিদ, মানবাধিকার কর্মী, ফেসবুক পেইজের মালিক (১২টি) গ্রাম: নেয়ামতপুর পো: দেওগ্রাম, থানা: কাহালু, জেলা বগুড়া”।
এটি অনলাইন একটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের বাড়ি বলে দাবি করা হচ্ছে। তবে এ ছবিটি সম্পাদিত চলে রিউমর স্ক্যানার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করে।
তাদের অনুসন্ধানে জানা যায়, অনলাইন একটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির নামফলক দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং ভিন্ন এক ব্যক্তির বাড়ির নামফলকের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
এছাড়া ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘এএনএম ইশতিয়াক আহাম্মেদ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৩ জানুয়ারি তারিখে “একজন পিওর অলরাউন্ডার ব্যক্তি! যার মধ্যে সব গুণই আছে।” শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট পাওয়া যায়।
পোস্টে একটি নামফলকের ছবিও যুক্ত রয়েছে যেখানে লেখা- “ডাক্তার বাড়ি-১ | লায়ন ডাঃ মোঃ বোরহান উদ্দিন (সম্রাট) | বাংলাদেশ আওয়ামী লীগ নেতা | বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ফিল্ম নির্মাতা, পরিচালক, অভিনেতা, ইউটিউব চ্যানেল মালিক (৩টি), লেখক, চিন্তাবিদ ইত্যাদি | গ্রাম: নিয়ামতপুর, পো: দেওগ্রাম, থানা: কাহালু, জেলা: বগুড়া। | প্রয়োজনে: ০১৯৯৯৫৫৫৬৬৬”।
এই ছবির পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে নামফলকের লেখা ছাড়া সবকিছুর সঙ্গে মিল পাওয়া যায়। এ থেকে বোঝা যায়, বর্তমানে পিনাকী ভট্টাচার্যের বাড়ির নামফলকের যে ছবি প্রচারিত হচ্ছে সেটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদিত করা হয়েছে।
হাসিনার ভাষণের প্রতিবাদে গুঁড়িয়ে দেওয়া হলো তোফায়েল-আমুর বাড়ি
আসল ছবিটি ২০২৩ সালে আরও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট হতে দেখা যায়। এছাড়া, স্যাটায়ার প্ল্যাটফর্ম ইয়ার্কির ফেসবুক পেজেও ২০২৩ সালে মিম প্রচার হতে দেখা যায়। সুতরাং, ডাক্তার বাড়ী নামে পিনাকী ভট্টাচার্যের বাড়ির নামফলক দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।