ক্যালিফোর্নিয়ার ছোট একটি শহর সান্তা মনিকা। সমুদ্র বেষ্টিত এই শহরেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যাওয়ার্ড শো পিপলস চয়েস অ্যাওয়ার্ডস। বিনোদন মাধ্যমের তারকাদের তাদের কাজের সম্মাননা দেয়ার জন্যই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সিনেমা, মিউজিক, টেলিভিশন শোসহ বিভিন্ন বিভাগে দেয়া হয় সম্মাননা। ৪৯তম এই আসরে ছিল তারকার ছড়াছড়ি। কারা কারা ছিলেন অনুষ্ঠানে, কারাই বা পেলেন সেরার পুরষ্কার বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলে।
পিপলস চয়েস অ্যাওয়ার্ড হলো একটি আমেরিকান অ্যাওয়ার্ড শো। এখানে সাধারণ মানুষ ও ভক্তদের অনলাইন ভোটের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। মার্কিন প্রযোজক বব স্টিবার্ড কর্তৃক ১৯৭৫ সালে অ্যাওয়ার্ড এর যাত্রা শুরু। এ বছর ৪৫টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য বিভাগ হচ্ছে বর্ষসেরা কমেডি সিনেমা, সেরা ড্রামা সিনেমা, বর্ষাসেরা অভিনেতা, বর্ষসেরা অভিনেত্রী, সেরা টেলিভিশন শো, সেরা সংগীত শিল্পী, সেরা পপ সংগীত শিল্পী সহ আরো অনেক বিভাগ রয়েছে। বাফটা পুরস্কার সহ বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করেছে ওপেনহেইমার এবং বার্বি সিনেমা। ২০২৩ সালে এ দুইটা সিনেমা হলিউডের ব্যাপক সাড়া ফেলেছিল। পিপলস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার ব্যতিক্রম হয়নি।
বার্বি সিনেমা সর্বোচ্চ ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সেরা কমেডি সিনেমা, বর্ষসেরা অভিনেতা ও বর্ষসেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছে এ সিনেমা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে margot robbie। অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে রায়ান গোসলিন। বর্ষসেরা ড্রামা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ওপেনহেইমার সিনেমা। বর্ষসেরা একশন সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ’দ্য হাঙ্গার গেমস’ সিনেমাটি।
টেলিভিশন বিভাগের বর্ষসেরা সিরিজ হিসেবে পুরস্কার জিতে নিয়েছে ’গ্রেস এনাটমি’ শো। বর্ষাসেরা কমেডি শোর পুরস্কার জিতে নেয় ‘Only Murders in the Building’। একই সিরিজের জন্য বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন সেলিনা গোমেজ।
’দ্য বিয়ার’ সিনেমার জন্য বর্ষসেরা পুরুষ তারকা হলেন জেরেমি আলেম। সংগীত বিভাগে একাই সব পুরষ্কারে জিতে নিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। বর্ষাসেরা নারী গায়িকা, বর্ষসেরা পপশিল্পী, সেরা কনসার্ট ট্যুর সহ চারটি বিভাগে সম্যান্যা পেয়েছেন টেইলর সুইফট। এরই মাধ্যমে তারকায় ভরা এক দুর্দান্ত অনুষ্ঠান উপভোগ করল বিশ্ববাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।