Advertisement
জুমবাংলা ডেস্ক : পিরোজপুরে এক উপ-পরিদর্শকসহ পুলিশের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত দু’জন হলেন জেলার মঠবাড়িয়া থানার এক এসআই এবং নাজিরপুর থানার এক নারী পুলিশ সদস্য।
সিভিল সার্জন জানান, গত ৩ জুন ওই আক্রান্ত দুই পুলিশের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পাওয়া যায়। এতে দেখা যায়, তাদের দু’জনেরই করোনা পজিটিভ।
পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, করোনা আক্রান্ত দুই পুলিশ আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়াও পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।