বিশ্বব্যাপী মেয়েদের হরমোনজনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর সেপ্টেম্বর মাস পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) সেবা মাস হিসেবে পরিচালিত হয়।
দেশের শীর্ষ ইউনানী-আয়ুর্বেদিক ও হার্বাল মেডিসিন উৎপাদনকারী এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠান হামদর্দ এ উপলক্ষে সপ্তাহব্যাপি পিসিওএস সচেতনতা, সেবা ও প্রচারণা পরিচালনা করে।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও সিনিয়র পরিচালক মার্কেটিং এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন এ কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে হামদর্দ এর পরিচালক বৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হামদর্দ কর্তৃক পরিচালিত পিসিওএস সচেতনতা কার্যক্রমের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুপার মার্কেট, পার্ক ও জনসমাগম স্থলে এ কার্যক্রম পরিচালনা করা হয়। হামদর্দ এর প্রচার গাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের এ বিষয়ে তথ্যবহুল লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজন করে। প্রচার টিমে অভিজ্ঞ হাকীম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।