জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. রুবেল হোসেন (২৫) নামের এক যুবকের পিস্তল হাতে নিয়ে ছবি ভাইরাল হয়েছে। বাস্তবে তার হাতে একটি পিস্তল সদৃশ্য লাইটার ছিল। গত সোমবার রাতে বাউফল থানা পুলিশের হাতে ওই পিস্তল সদৃশ্য লাইটারটি হস্তান্তর করে রুবেল।
স্থানীয় সূত্র জানা যায়, সম্প্রতি কিশোরী বধূকে বিয়ে করে সারা দেশে আলোচনার ঝড় তোলেন উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার। বিষয়টি জানার পর চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এর রেশ কাটতে না কাটতেই চেয়ারম্যানের মোটরসাইকেল ড্রাইভার কাম দেহরক্ষী হিসেবে পরিচিত রুবেলের হাতে থাকা পিস্তলের ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সোমবার রাতে রুবেল থানায় এসে সেই কথিত পিস্তলটি জমা দেয়। এরপরই বিষয়টির রহস্য বের হয়। মূলত একটি পিস্তল সদৃশ্য লাইটার নিয়ে ছবি তুলেছিল রুবেল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘রুবেল যে পিস্তল সদৃশ্য লাইটার জমা দিয়েছে ছবির সঙ্গে তা হুবহু মিলেছে। তাই রুবেলকে ছেড়ে দেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।