জুমবাংলা ডেস্ক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৭২ কোটি টাকা।
মঙ্গলবার (২৮ মে) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৫ দশমিক ০১ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৯ দশমিক ৯৩ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৪৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯১৪ দশমিক ১০ পয়েন্ট ও ১ হাজার ১৭০ দশমিক ৩৭ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৩টির কোম্পানির শেয়ারের, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ০১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৩৪৭ দশমিক ৭৩ পয়েন্টে ও ৯ হাজার ২৩৬ দশমিক ২১ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৯৬ দশমিক ৯০ পয়েন্ট ও ১১ হাজার ৮১৩ দশমিক ০৪ পয়েন্টে। তবে সিএসআই সূচক কমেছে শূন্য দশমিক ০৪ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ২ দশমিক ৪১ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ৪৯ লাখ ৯১ হাজার টাকার।
লেনদেন হওয়া ৬৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টি কোম্পানি শেয়ারের, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।