
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রয়ণ কেন্দ্রের লেউটিহাড়ির একটি প্রাচীন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে লেউটিহাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরপাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, ভেলারহাট সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।
মূর্তিটির ওজন ৭৫ কেজি। এটি ৩০ ইঞ্চি লম্বা ও ১ ফুট প্রস্থের। মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


