জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাতে আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রয়ণ কেন্দ্রের লেউটিহাড়ির একটি প্রাচীন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লেউটিহাড়ি পুকুরের খননকাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরপাড়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি পড়ে থাকতে দেখে রুহিয়া থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, লেউটিহাড়ি পুকুর থেকে মূর্তি উদ্ধার করা হয়েছে। এটির ওজন প্রায় ৭৫ কেজি হবে। মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।