জুমবাংলা ডেস্ক : অবশেষে ৫০ কোটি ৫৬ লাখ টাকা বিক্রি হলো আগুনে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ নামের অয়েল ট্যাংকার দুটি। জাহাজ দুটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে অন্তত ৩৪ কোটি টাকা বাড়তি লাভবান হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। অবশ্য, গত ৩৮ বছরে এই জাহাজগুলো থেকেই রাজস্ব আদায় হয়েছে ১৫শ’ কোটি টাকার বেশি।
কর্ণফুলী ডক ইয়ার্ডে রাখা বাংলার জ্যোতি এবং বহির্নোঙরে থাকা বাংলার সৌরভ বিক্রির জন্য গত মাসেই টেন্ডার আহ্বান করেছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। টেন্ডারে ১৬টি প্রতিষ্ঠান অংশ নিলেও সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪০ কোটি ৪৫ লাখ টাকায় জাহাজ দুটি কিনে নিচ্ছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে ১০ কোটি ১০ লাখ টাকা।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, নিলামের পরে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫০ কোটি ৫৬ লাখ টাকায় জাহাজ দুটি কিনে নিচ্ছে। এতে প্রায় ৩৪ কোটি টাকা লাভ হবে বাংলাদেশ শিপিং করপোরেশনের।
তেল খালাস করতে গিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং ৫ অক্টোবর বাংলার সৌরভ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকটা চলাচল অনুপযোগী হয়ে পড়ায় জাহাজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ৪৫ থেকে ৫০ হাজার মেট্রিক টন হিসাবে প্রতিটি ৩ হাজার ৭৮৭ মেট্রিক টন ওজনের জাহাজগুলোর বর্তমান স্ক্র্যাপ বাজার মূল্য ১৫ থেকে ১৬ কোটি টাকা।
এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে বিক্রি হওয়ায় দুইদিক থেকেই বিএসসি লাভবান হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। মেরিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, জাহাজ দুটি বিক্রি করার উদ্যোগটি যথার্থ। এর মাধ্যমে জাহাজ দুটির সুষ্ঠু পরিসমাপ্তি ঘটেছে। এতে লাভবান হয়েছে বিএসসি।
উল্লেখ্য, ডেনমার্ক থেকে ১৯৮৮ সালে ৬০ কোটি টাকায় কেনা হয়েছিল অয়েল ট্যাংকার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।