পুতিনকে নিয়ে এবার মুখ খুললেন আর্নল্ড শোয়ার্জনেগার

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে মুখ খুললেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনিগার। তিনি ৯ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ান জনগণের প্রতি তার ভালবাসা প্রকাশ করেছেন। একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে বলেছেন। খবর এএফপির।

আর্নল্ড বলেছেন, ‘যারা ক্রেমলিনের ক্ষমতায় তারা এই যুদ্ধ শুরু করেছে। এটি রাশিয়ান জনগণের যুদ্ধ নয়।’ অভিনেতা, বডি বিল্ডার এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সাবেক এই গভর্নর তার ভিডিও শুরু করেন যে- তিনি কীভাবে ‘রাশিয়ান জনগণের দীর্ঘদিনের বন্ধু’ ছিলেন। বডি বিল্ডার ইউরি ভ্লাসভের সঙ্গে তার প্রথম দিকের মুগ্ধতা এবং তার অনেক ভ্রমণের বর্ণনা দিয়েছেন শোয়ার্জনিগার।

উত্তর প্রদেশে জুমার জামাতের সময় এক ঘন্টা পেছাল

টার্মিনেটর এই তারকা বলেন, রাশিয়া এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়ান নেতৃত্বের পদক্ষেপের কারণে- এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো আপনাদের দেশের ওপর আরোপ করা হয়েছে। এসময় রাশিয়ার ভেতরে হওয়া বিক্ষোভের প্রশংসাও করেন আর্নল্ড শোয়ার্জনেগার।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট