আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ রোববার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থ হওয়ার গুজব নাকচ করে দিয়ে বলেছেন, তার অসুস্থ হওয়ার কোন লক্ষণ নেই। খবর এএফপি’র।
পুতিনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন গোপনীয় বিষয় এবং বলতে গেলে সে বিষয়ে কখনো প্রকাশ্যে আলোচনা করা হয় না।
ফ্রান্সের সম্প্রচার কেন্দ্র টিএফ১’র প্রশ্নের জবাবে এই শীর্ষ রুশ কূটনীতিক বলেন, ‘আমি মনে করি না যে বিবেক সম্পন্ন কোন মানুষ এই ব্যক্তির অসুস্থতা বা রোগের কোন ধরনের লক্ষণ দেখতে পাবেন।’
লাভরভ বলেন, পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আগামী অক্টোবরে তিনি ৭০ বছরে পদার্পণ করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা বিবৃতিতে ল্যাভরভ বলেন, ‘আপনারা তাকে প্রতিদিন বিভিন্ন স্ক্রীনে দেখতে এবং তার ভাষণ শুনতে পান।’
‘এ ধরনের গুজব যারা ছড়িয়েছে তাদের বিষয়টি আমি বিবেকবান মানুষের ওপর ছেড়ে দিচ্ছি।’
পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠান। এতে সারাবিশ্বে সমালোচনার ঝড় উঠে। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
ইউক্রেনে মস্কোর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। দেশটিতে এ সামরিক অভিযানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে ভয়াবহ শরণার্থী সঙ্কটের মুখে পড়েছে। এ যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।