আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যতক্ষণ পর্যন্ত মস্কো আগ্রাসন না চালায় ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নীতিগতভাবে সম্মেলন করার ব্যাপারে সম্মত রয়েছেন। ফ্রান্স প্রথম এমন ঘোষণা দেওয়ার পর গতকাল রবিবার হোয়াইট হাউস তা নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়ার ‘আগ্রাসন শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনে কোন আগ্রাসনের ঘটনা না ঘটলে প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সম্মেলনের ব্যাপারে নীতিগতভাবে সম্মত রয়েছেন।’
তিনি আরো বলেন, এক্ষেত্রে ‘রাশিয়ার যুদ্ধের পথ পরিহার করা উচিত হবে। আর তা না করলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে এবং আমরা দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারেও প্রস্তুত রয়েছি। বর্তমানে, রাশিয়া খুব শিগগিরই ইউক্রেনের ওপর ব্যাপক আগ্রাসন চালানোর জন্য প্রস্তুতি অব্যাহত রাখছে বলে পরিলক্ষিত হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।