আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধকালীন সময়ের মধ্যে ফের হুঁশিয়ারি দিলেন। রুশ এই নেতা ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধীদের সতর্ক করেছেন। বলেছেন, তার দেশের ওপর আরও বিধিনিষেধ আরোপ করে যেন ‘পরিস্থিতি বেশি খারাপ না করে’। খবর বিবিসির।
শুক্রবার (৪ মার্চ) পুতিন সরকারি বৈঠকে এসব কথা বলছিলেন যা দেশটির সরকারি রোসিয়া ২৪ চ্যানেলে প্রচারিত হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এতে পুতিন দাবি করেছেন, ‘প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার সরকার প্রতিবেশীদের সঙ্গে ‘আমাদের সম্পর্ককে আরও খারাপ করবে’ এমন আরও পদক্ষেপ নেওয়ার জন্য ‘কোন প্রয়োজন’ দেখছে না।
তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা ও স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায় তা নিয়ে সবাইকে ভাবতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।