আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কেবল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি আছেন, মধ্যস্থতাকারী বা ক্রেমলিনের অন্য কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই। খবর পার্সটুডে’র।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি আরও জানান, রাশিয়ার সঙ্গে আলোচনা করা ক্রমশ কঠিন হচ্ছে। কারণ হিসেবে তিনি রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে বেসামরিক ব্যক্তিদের আক্রান্তের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।
অবশ্য রাশিয়া শুরু থেকেই বেসামরিক লোকদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করছে।
একজন দোভাষীর সহায়তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। আমরা যদি তার ব্যক্তিগত অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নেই, তাহলে সে সিদ্ধান্ত অর্থহীন হবে।’
আলোচনার টেবিলে যখন যুদ্ধ থামানোর বিষয়টি অন্তর্ভুক্ত হবে তখনই কেবল আলোচনায় বসবেন বলেও জানান জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেন বিচ্ছিন্ন আলোচনায় বসেছে, কিন্তু তা থেকে তেমন কোনো ফল বেরিয়ে আসেনি।
রাশিয়া বলছে, প্রতিবেশী রাশিয়া তার জন্য হুমকি হয়ে পড়েছিল। এ কারণে দেশটিকে নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্ত করতেই সেখানে বিশেষ অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।