জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে পুত্রবধূর নি’র্যা’তন সইতে না পেরে নদীতে ঝাঁপ দিয়েছেন নয়ন বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী। কিন্তু ঘটনাস্থলের কাছে পুলিশ থাকায় নিশ্চিত মৃ’ত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।
সোমবার দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চাঁদপুর সেতুর ওপর থেকে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেন নয়ন। তিনি জেলার শাহরাস্তি উপজেলার রাঘই গ্রামের মোহাম্মদ আলী কালুর স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক বলেন, আমরা নদীর উত্তর পাড়ে ছিলাম। হঠাৎ নদীর দক্ষিণ পাড়ের কাছাকাছি সেতুর ওপর থেকে এক নারীকে ঝাঁপ দিতে দেখি। এ সময় পাঠানবাড়ির কাছে থাকা বালুর জাহাজের স্টাফরা নদী থেকে ওই নারীকে উদ্ধার করেন। পরে খবর দিলে পুলিশ তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন নয়ন বলেন, আমার ছোট ছেলের বউ আমাকে সব সময় মারধর করে। আমাকে ঠিকমতো খেতে দেয় না। তাই কষ্ট নিয়ে শাহরাস্তি থেকে চাঁদপুর শহরে চলে আসি। একপর্যায়ে সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেই। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যাই।
চাঁদপুর মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর ওই নারীর জ্ঞান ফিরেছে। তিনি পুরোপুরি সুস্থ হলে জবানবন্দি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।