জুমবাংলা ডেস্ক : সরকার হঠাতে রাজপথে জীবন দেওয়া পুত্রের বিচারের জন্য থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন কুলসুম বেগম নামে এক নারী। তার দাবি, আদালত থেকে নির্দেশ দেওয়ার পরও মামলা নিচ্ছে না বাড্ডা থানা।
এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এলাকাসীদের সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারের সদস্যরা।
কুলসুম বেগমের দাবি, জুলাই ও আগস্টের আন্দোলনে বিধ্বস্ত বাড্ডা থানা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো হতে ২০ আগস্ট পর্যন্ত সময় লাগে। এরপর কয়েকদিন থানায় যান কুলসুম। বারবারই মামলা না নিয়ে আসামিদের নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় থানা থেকে।
এ বিষয়ে তিনি আপোষ করবেন না জানিয়ে বলেন, হত্যাকারীদের বাঁচানোর জন্য থানার উদ্যোগ দুঃখজনক। এরপর মামলার নির্দেশনার জন্য আাদলতে গিয়ে আদেশ নিয়ে আসেন তিনি। এই নির্দেশনার পরেও মামলার প্রক্রিয়া শুরু করেনি বাড্ডা থানা।
এর আগে গত ২০ জুলাই মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কুলসুমের পুত্র ইমন। ৫ আগস্টের পর অনেকেই তাকে সান্ত্বনা দিতে বাসায় গেছেন। মামলা নিয়ে হয়রানির বিষয়টি আজ সোমবার ছাত্রজনতাকে জানিয়েছেন কুলসুম। তারা এই অন্যায়ের প্রতিবাদ করার আশ্বাস দিয়েছেন তাকে।
সবশেষ গত রোববার কুলসুম ছাড়াও আরও তিনটি পরিবার আদালতের নির্দেশনা নিয়ে থানায় গিয়েছিল। তাদের মামলাও গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বাড্ডা থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।