বিনোদন ডেস্ক : বিতর্কিত সব কাণ্ড-কারখানায় বরাবরই শোবিজ দুনিয়ার খবরের শিরোনাম হতে পছন্দ করেন ভারতীয় মডেল পুনম পান্ডে। সবশেষ গেল বছর নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে মিডিয়ায় তুমুল ঝড় তোলেন তিনি। নকল এই পাবলিসিটি স্টান্ট ঘিরে এবার ভালোই ফাঁসতে যাচ্ছেন লাস্যময়ী এ মডেল। তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন ফাইজান আনসারি নামে ভারতীয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবার সেই পুনম পাণ্ডের সব পাপ নাকি ধুয়ে গেছে নদীল জলে!
হ্যাঁ, এমনই এক পোস্ট দিয়ে আবারও আলোচনায় ভারতীয় বিতর্কিত মডেল, অভিনেত্রী পুনম পাণ্ডে। এবার মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করে খবরে তিনি।
মহাকুম্ভে গিয়ে স্নান করে সব পাপ ধুয়ে ফেলেছেন পুনম! এমন দাবি করে সামাজিক মাধ্যমে দিয়েছেন ছবি। এ ছাড়াও ত্রিবেণী সঙ্গমে তার স্নানের বেশকিছু ছবি অনলাইনে রীতিমত ভাইরাল।
ছবিগুলোতে পুনমকে দেখা যাচ্ছে কালো-সাদা রঙের কুর্তা পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করে লিখেছেন, আমার সব পাপ ধুয়ে গেল।
আর এক জায়গায় দেখা যাচ্ছে পুনমের কপালে তিলক লেপন পর্ব চলছে। কোথাও আবার তিনি পাখিদের জন্য দানা ছড়াচ্ছেন। মহাকুম্ভের ভিড়ের ছবিও তুলে ধরেছেন পুনম। সন্ধ্যারতির ঝলকও দেখা যাচ্ছে তার পোস্টে। কোথাও আবার কুম্ভে উপস্থিত নারীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে পুনমকে। মহাকুম্ভ থেকে এমনই নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
সেই সব ছবির সঙ্গে বিতর্কিত অভিনেত্রী লিখেছেন, মহাকুম্ভ…. জীবনকে খুব কাছ থেকে দেখছি। ৭০ বছরের প্রবীণকে খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে দেখেছি। এখানে বিশ্বাসের কোনও সীমা নেই।
অন্যদিকে মহাকুম্ভে গিয়ে এবার জীবন বদলে ফেলেছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নিও। সব রীতি মেনে তিনি সন্ন্যাসী নিয়েছেন। সন্ন্যাসী নেওয়ার সময়ে অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।