জুমবাংলা ডেস্ক : দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতের কাপড় কেনার ধুম পড়েছে। জমে উঠেছে পুরাতন কাপড়ের বাজার ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গোর-এ শহীদ ময়দানে দেখা যায়, কাপড় বিক্রির দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ক্রেতারা তাদের নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিনছেন গরম কাপড়।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ দিন সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এদিকে শীত বেশি অনুভূত হওয়ায় এবং মৃদু শৈত্য প্রবাহের আশঙ্কা দেখা দেওয়ায় ছুটির দিনে মানুষ শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন মানুষ ভিড় জমায়। বেচাকেনাও হয় বেশ।
সন্ধ্যার পরও দোকানগুলো থেকে ক্রেতাদেরকে হাতের ও পায়ের মোজা, মাফলার, টুপি, কানটুপি জাতীয় কাপড় কিনতে দেখা যায়।
পরিবার নিয়ে শীতের কাপড় কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, ‘হঠাৎ করে বেশি শীত পড়েছে। তাই পরিবার নিয়ে টুকটাক শীতের কাপড় কিনতে বের হয়েছি। এত ভিড় হবে ভাবিনি। ‘
দোকানদার নজরুল ইসলাম জানান, এতদিন তেমন বেচাকেনা হয়নি। আজ বেশ ভালো বিক্রি হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাস আসাদুজ্জামান জানান, শীত আরো বাড়বে। তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।