বিনোদন ডেস্ক: ওল্ড ইজ গোল্ড। এ কথা অস্বীকারের কোনও জায়গাই নেই। তবে সেই ‘ওল্ড’কে ভাঙিয়ে খেতে গিয়ে যদি তাকে বিকৃত করে তোলা হয় সমালোচনার মুখে তো পড়তেই হবে। যেমন বলিউডের পুরানো গানের রিমিক্স ও রিক্রিয়েশন নিয়ে সরব হলেন বাবা সেহগল।
তিনি বলেন, একসময়ের সুপারহিট গানগুলিকে আজকাল যেভাবে নতুন করে তৈরি করা হচ্ছে বা রিমিক্স করা হচ্ছে তা কোনওভাবেই কানে তোলা যায় না।
বাবার কথায়, ”বলিউডের পুরানো ক্লাসিক সিনেমার গানের রিমিক্স, রিক্রিয়েশন এবার বন্ধ করা দরকার। নতুন করে তৈরি করায় কোনও দোষ নেই, কিন্তু তার সাউন্ড, ইনস্ট্রুমেনটেশন এতটাই খারাপ যে নেওয়া যায় না।” এরপরই বাবা সেহগলের প্রশ্ন, ”আজকাল আর ক্রিয়েটিভিটি বলে কিছু কি অবশিষ্ট নেই?” ছবির নির্মাতা, সুরকারদের কাছে তাঁর আবেদন, কাজের ক্ষেত্রে সঠিক প্রতিভা বাছাই করুন। না হলে এভাবেই আসল গানগুলো ধ্বংস হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।