জুমবাংলা ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা মঙ্গলবার নগরীর সূত্রাপুর ও ওয়ারী এলাকায় আওয়ামী লীগ নেতাদের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫.৫ কোটি টাকা, ৮ কেজি (৭৩০ ভরি) স্বর্ণ এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। খবর ইউএনবি’র।
র্যাব -৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল কেএম শফিউল্লাহ জানান, র্যাব-৩ এর একটি দল সূত্রাপুরের বানিয়ানগরে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ভল্ট থেকে নগদ ১.৫ কোটি টাকা, ৭৩০ তোলা সোনার অলংকার এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
এলিট ফোর্সের আরেকটি দল ওয়ারীর লালমোহন দাস লেনে এনামুলের কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে ২ কোটি টাকা, একটি রিভলবার, ১৮টি গুলি এবং একটি ভল্ট উদ্ধার করে।
র্যাব সদস্যরা ওয়ারী ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদের বাড়িতেও অভিযান চালিয়ে নগদ ২ কোটি টাকা উদ্ধার করে। বাড়ি থেকে জব্দ করা অর্থ এনামুলের বলে জানায় র্যাব।
এর আগে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এনামুলকে এবং গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপম ভূঁইয়াকে গ্রেপ্তার করতে এনামুলের বাসা ঘিরে রাখে র্যাব।
সূত্র জানায়, ভবনের বাসিন্দারা এনামুল এবং রূপমের আত্মীয়।
র্যাব কর্মকর্তা জানান, আওয়ামী লীগের দুই নেতা ইংলিশ রোড থেকে পাঁচটি ভোল্ট ভাড়া নিয়েছেন এবং ক্যাসিনো ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ তারা ভল্টে রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
তবে আত্মগোপনে যাওয়ার কারণে র্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি। এর মধ্যে এনামুল থাইল্যান্ডে পালিয়ে গেছেন। এনামুল এবং রূপম ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত।
এর আগে রাজধানীর নিকেতনের কার্যালয়ে শুক্রবার অভিযান চালিয়ে যুবলীগ নেতা জিকে শামীমকে বিপুল পরিমাণ টাকা ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব সদস্যরা অভিযান চলাকালে বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা ১৬৫ কোটি টাকার নথি এবং ১ কোটি ৮০ লাখ টাকা নগদ ও বিদেশি মুদ্রা জব্দ করেন।
একইদিন কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে ক্লাব থেকে আটক করা হয়। এসময় একটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশান থেকে যুবলীগ নেতা খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।