জুমবাংলা ডেস্ক : রাজধানীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের বাসায় বাসায় গিয়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের রমজান ফুড প্যাক বিতরণ করেছেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার কোতোয়ালি থানার কুমারটুলি, বাদামতলী, পাটুয়াটুলী এবং বাবুবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন মহল্লার বাসায় বাসায় গিয়ে লকডডাউনে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেন তিনি। পাশাপাশি এসব এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাসায় গিয়েও তাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি।
এদিকে, প্রোজেক্ট ঢাকা এইড কর্মসূচীতে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের তহবিলে ৫০ হাজার টাকা সহায়তা করেছেন বিএনপি চেয়ারপারসনের সিনিয়র প্রেস ইউং সদস্য শামসুদ্দিন দিদার।
সেইসাথে এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



