বলিউড অভিনেত্রী অমৃতা রাও সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজে বিদ্যমান কিছু পুরুষের মানসিকতা নিয়ে সরাসরি কথা বলেছেন। তার মতে, অনেক পুরুষ রয়েছেন যারা শুধুমাত্র নারীশরীর নিয়েই আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এমনকি নারীদের স্পর্শ করে কথা বলতেও তাদের কোনও বাধা থাকে না। খবর আনন্দবাজারের।

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক নারী ভুল করেন- এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন অমৃতা। অভিনেত্রীর কথায়, পুরুষটি যেন সহজ-সরল হয়। সে আপনাকে ভালবাসে ও শ্রদ্ধা করে কিনা, সেটাই সবচেয়ে জরুরি। সে কিন্তু সবসময় আপনাকে স্পর্শ করে কথা বলবে না। হয়তো সামান্য কাঁধে হাত রাখতে পারে, তবে সেটাও যেন শ্রদ্ধাশীল ভঙ্গিতে হয়। পুরুষের স্পর্শ কেমন, সেটা সব মেয়েরাই বুঝতে পারে।
অমৃতা আরও বলেন, কোন পুরুষ মোটেই সঙ্গী হিসাবে ভাল নয়। কিছু পুরুষ খুবই বিষাক্ত মানসিকতার হয়। তারা মহিলাদের সম্মান করতে জানে না। তাদের চোখে নারীদের আলোচনা মানেই যৌনতার বিষয়। এই ধরনের পুরুষদের থেকে সবসময় দূরে থাকা উচিত।
সম্পর্কে ‘শ্রদ্ধা’ই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন ‘বিবাহ’-খ্যাত এই অভিনেত্রী।
উল্লেখযোগ্যভাবে, অমৃতা রাওয়ের অভিনয়জীবনে ‘ম্যায় হুঁ না’ ছবিটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছবিতে তার চরিত্রের প্রস্তাব প্রথমে গিয়েছিল আয়েশা টাকিয়ার কাছে। কিন্তু শুটিংয়ের আগেই আয়েশা সরে দাঁড়ালে নির্মাতারা যোগাযোগ করেন অমৃতার সঙ্গে। পরবর্তীতে ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



