‘পুরুষদের ঘৃণা করি’ বলা মধুমিতার চোখ সরছে না এই পুরুষের থেকে

মধুমিতার

সপ্তমীর রাতেই প্রেমে সীলমোহর দিয়েছেন ছোটপর্দার পাখি। হ্যাঁ, বিচ্ছেদের ৫ বছর পর ফের প্রেমে পড়েছেন টলিউডের ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

মধুমিতার

কিন্তু সেই সংসার টেকেনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবন যাপন করছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক ‘খোলামেলা’ ছবি আপলোড করতে শুরু করেন তিনি।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ ছিল মধুমিতার মনে। যে কারণে বছরখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বর্তমানে আমার ব্যস্ততা বেড়েছে, কাজের প্রতিই কমিটেড। আর বিশ্বাস করুন, পুরুষদের আমি ঘৃণা করি।’

অভিনেত্রীর এমন মন্তব্য পুরুষেরা ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।

সেই পাখির কিনা বছর ঘুরতে ঘুরতেই মনের রঙ বদলেছে। নতুন করে আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী। সপ্তমীর রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি।

মধুমিতা সরকারের প্রেমিক আইটি কর্মী। আগে পিডব্লুসি-তে কর্মরত ছিলেন। এখন EXL কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করেন। এছাড়া ক্রিকেটের প্রতিও ঝোঁক রয়েছে।

পেশাদারভাবে ক্রিকেট খেলেন তিনি। কলকাতার এক নামী ক্লাবের হয়ে খেলেছেন। পাশাপাশি জিম ফ্রিক, ফিটনেসের ব্যাপারে বেজায় সচেতন। সেই যুবকেই মজেছেন অভিনেত্রী।

নবমীর রাতে দেবমাল্যর মুখপানে হাঁ করে চেয়ে রইলেন মধুমিতা। কালো শার্টে সুপুরুষ দেখাচ্ছে মধুমিতার মনের মানুষকে। অন্যদিকে শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে ছিলেন অভিনেত্রী।

বাংলাদেশি টাকায় (১৩ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

সেই ছবিই ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান দিয়েছেন নিজের ভালোবাসার কথা। ভক্তরাও সেখানে মধুমিতার পুরুষদের ঘৃণা করার মন্তব্য নতুন করে টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন।