বিনোদন ডেস্ক : পুরুষদের বাসন মাজার সাবান! ভিম লিকুইড ডিশওয়াশিং সোপের এই বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক। কী বলল সংস্থা?
পুরুষদের বাসন মাজার সাবান : পুরুষদের বাসন মাজার সাবাদ বাজারে এনে চরম কটাক্ষের শিকার হল ভিম। বাসন মাজার সাবান প্রস্তুতকারী সংস্থার একটি বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যেখানে দেখা গিয়েছে, অভিনেতা মিলিন্ড সোমানকে। তাঁকে দেখা গিয়েছে একটি কালো রংঙের বোতলে পুরুষদের বাসন মাজার সাবান প্রোমোট করতে। এই বিজ্ঞাপন ছড়িয়ে পড়তেই লিঙ্গ বৈষম্যের তকমা দিয়েছেন নেটিজেনরা। তাঁদের অভিযোগ, ‘হামবড়াই’ করছে ভিম সংস্থা।
Milind Soman : ভিম সাবান প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা মিলিন্দ সোমানকে। মহিলা ফ্যানেদের হার্টথ্রব এই অভিনেতার হাতে কালো রংয়ের বোতলে দেখা গিয়েছে ‘Vim Men Dishwashing Soap’। আর এতেই চটেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, “পুরুষ-মহিলা উভয়েরই ঘরকন্যার কাজে পারদর্শী হওয়া উচিত বিষয়টি দেখাতে গিয়ে আদতে লিঙ্গ বৈষম্য এনে ফেলেছে ভিম।” কালো রংয়ের বোতল নিয়েই আপত্তি তুলেছেন নেটিজেনরা।
কালো বোতলে বাসন মাজার সাবান : কী দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে? এক ব্যক্তি জিম করতে এসেছেন। তিনি ক্লান্ত, কারণ, মাকে সাহায্য করেত তিনি বাসন মেজেছেন। এরপরই সেখানে হাজির হন মিলিন্দ সোমান। ভিমের কালো বোতলটি দেখিয়ে তিনি ওই ব্যক্তিকে বলেন, এই বোতলের সাবানটি পুরুষদের জন্য। পুরুষরা এই সাবান দিয়ে বাসন মাজুন ও গর্বের সঙ্গে তা সকলকে জানান।
নিছক রসিকতা : বিজ্ঞাপনটি ঘিরে বিতর্ক তৈরি হতে সাফাই দিয়েছে ভিম ইন্ডিয়া। সোশাল মিডিয়ায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কালো রংয়ের বোতলটি নিয়ে আমরা সিরিয়াস নই। এটা নিছক রসিকতা। তবে পুরুষদের বাড়িতে কাজ করার বিষয়ে আমরা অবশ্যই সিরিয়াস। পুরুষদের উদ্দেশে একটি খোলা চিঠিও পোস্ট করা হয়েছে ভিমের তরফে। বোতলটা আলাদা হলেও ভিতরে তরলটা একই।” কিন্তু, নেটিজেনদের প্রশ্ন, বাসন মাজা সকলের জন্য়ই এক ব্যাপার। তাহলে আলাদা রংয়ের বোতল এনে কী লাভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।