নোকিয়া সি২ হ্যান্ডসেটের দ্বিতীয় এডিশন ফেব্রুয়ারির ২৭ তারিখে মার্কেটে রিলিজ করার ঘোষণা দেওয়া হয়। এরপর এপ্রিলের ১৯ তারিখে তা বিশ্বব্যাপী বাজারে উন্মোচিত হয়। ডিভাইসটির ডিসপ্লে এর সাইজ ৫.৭০ ইঞ্চি। নোকিয়া এর ডিভাইসটির রেজুলেশন হচ্ছে ৪৮০ গুণ ৯৬০ পিক্সেল।
কোয়াড কোর সমৃদ্ধ মিডিয়াটেক এর প্রসেসর দ্বারা নোকিয়া সি২ স্মার্টফোন পরিচালিত হবে। এটির ১ জিবি এবং ২ জিবি র্যামের দুইটি ভেরিয়েন্ট রয়েছে। স্মার্টফোনটি ২৪০০ মেগাহার্জের রিমুভাল ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। নোকিয়ার এ হ্যান্ডসেটটিতে শুরু থেকেই এন্ড্রয়েড ১১ এর অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকবে।
স্মার্টফোনটির ক্যামেরা সেকশনের দিকে তাকালে দেখা যায় যে পেছনে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স রয়েছে। স্মার্টফোনটির সামনে দুই মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
নোকিয়ার এ ডিভাইসে ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। তবে মাইক্রো এসডি ব্যবহার করে আপনি 256 জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে পারবেন। এটি ডুয়েল সিম ফিচার সাপোর্ট করে। এটির ওজন ১৮০ গ্রাম। নীল এবং ধূসর রঙ্গের দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে।
তাছাড়া ওয়াই-ফাই এর লেটেস্ট টেকনোলজি, জিপিএস, ব্লুটুথ 5.1, ইউএসবি ওটিজি, মাইক্রো ইউএসবি, এবং ফোরজি কানেকশন ইত্যাদি ফিচার এ হ্যান্ডসেটের সাথে আপনি পেয়ে যাবেন।
মেইন ক্যামেরা দিয়ে আপনি 720p এর রেজুলেশনে ৩০ এফপিএস বজায় রেখে ভিডিও করতে পারবেন। একই ফিচার আপনি সামনের ক্যামেরাতেও পেয়ে যাবেন।
নোকিয়া সি2 এর দ্বিতীয় এডিশন এর স্মার্টফোনটির প্রাইস মার্কেটে ৬ হাজার ৬৯০ রুপি ও বাংলাদেশে এটি হবে ৮৫০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।