আন্তর্জাতিক ডেস্ক : মানুষ সাধারণত বিপদে পড়লে জাতীয় জরুরি নাম্বারে কল করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে থাকে। কিন্তু কেউ কখনো পুলিশকে জড়িয়ে ধরার জন্য সাধারণত জরুরি পরিষেবার নাম্বারে কল দেয়না। এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
ফ্লোরিডার এক পুলিশ অফিসারকে জড়িয়ে ধরার জন্য ৯১১-এ কল করেছে এক শিশু। প্রথমে কল পেয়ে পুলিশ ভেবেছিল হয়তো তার কোনো জরুরি সহায়তা দরকার। কিন্তু পরে জানতে পারল পুলিশের ডেপুটিকে জড়িয়ে ধরতে চায় শিশুটি।
হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের পোস্ট করা একটি বডিক্যাম ফুটেজে দেখা যাচ্ছে ডেপুটি স্কট প্রাচ্ট ছেলেটির মায়ের সঙ্গে কথা বলছেন।
https://www.facebook.com/watch/?v=3698973677002842
ডেপুটি প্রাচ্ট ভিডিওতে বলেছেন, ‘সবকিছু ঠিক আছে? ৯১১-এ আমরা একটি কল পেয়েছি।’
অফিসারের কথার জবাবে শিশুটির মা বলেন, ‘আমার ছেলের সঙ্গে কথা বলে দেখি। আসলে সে জানেওনা ৯১১ জিনিসটা কি।’
পরে ওই নারী তার ছেলেকে ফোন নিয়ে বাইরে আসতে বলেন এবং জানতে চান সে এই লোককে (পুলিশকে) কল করেছে কিনা। তখন শিশুটি বলে, ‘হ্যাঁ, আমি তাকে জড়িয়ে ধরতে করতে চেয়েছিলাম।’
উত্তর শুনে অফিসার শিশুটিকে জড়িয়ে ধরে আর সে জানায় ৯১১ যে তার নাম্বার এটা সে জানতো। পরে তিনি শিশুটিকে বুঝান যে এই নাম্বার শুধু জরুরি প্রয়োজনের জন্য। শুধু কোনো দুর্ঘটনার শিকার হলে সাহায্যের জন্য এই নাম্বারে কল করা উচিত।
ব্যাখ্যা শুনে শিশুটি পুলিশকে ‘সরি’ বলে। পুলিশ অফিসারও তাকে কোমলভাবে বিষয়টি বুঝিয়ে দেয়।
এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সবার মন জয় করছে। শিশুটির প্রতি পুলিশের সুন্দর আচরণের জন্য সকলে প্রশংসা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।