Advertisement
জুমবাংলা ডেস্ক : এক পুলিশ সদস্যের সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অনিক মলের উত্যপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঘটনাটি বুধবারের। ওইদিন দুপুরে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন ভুক্তভোগী পুলিশ সদস্য রাকিব আল হাসান। এরপরই ভাইরাল হয় ভিডিওটি।
দুই মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে ‘পিয়ন বললেন কেন?’ পুলিশ সদস্যের এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, ‘পিয়ন বলছি তো কী হইছে? বিসিএস অফিসার? এ রকম বেয়াদব পুলিশ আমি জীবনে দেখি নাই। পুলিশ হইছো তো কী হইছে। অন্য জায়গায় গিয়া পুলিশগিরি দেখাও।’
উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হাসপাতালের বহিঃবিভাগে নিজ কক্ষ থেকে ওই পুলিশ সদস্যকে বের করে দেন ডা. অনিক মল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।