জুমবাংলা ডেস্ক : রাজশাহীর চারঘাটে প্রশিক্ষণরত পুলিশের অনুশীলনের সময় ছোড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৫ ডিসেম্বর) সারদা পুলিশ একাডেমি চৌরাস্তা মোড়ে গুলিবিদ্ধ হন এনামুল হক নামের ওই ব্যক্তি। তিনি চারঘাটের মিয়াপুর গ্রামের বাসিন্দা।
চারঘাট থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে নেয়া হয় রাজশাহী মেডিকেলে। সেখানে তার পা থেকে গুলি বের করা হয়।
পুলিশ একাডেমি কর্তৃপক্ষ বলছে, ঘটনার সময় নওগাঁ জেলা পুলিশ বার্ষিক অনুশীলনে ছিল। সেখান থেকে গুলি বাইরে এসেছে কিনা তা স্পষ্ট নয়। তদন্তের পরেই ঘটনার বিস্তারিত জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।