
জুমবাংলা ডেস্ক : নড়াইলে ট্রাফিক পরির্দশক মনিরুজ্জামানের ওপর হামলা মামলায় গ্রেফতার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তাদের সদর আমলী আদালতে তোলা হয়। এ সময় তাদের জামিন আবেদনের বিষয়ে আজকের দিন ধার্য করে কারাগারে পাঠান আদালত। পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল আটক করলে ট্রাফিক পরিদর্শক মরিরুজ্জামানের ওপর হামালা চালায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান ও তার সহযোগীরা।
পরে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে তুফানসহ ৯ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে পুলিশ। ওইদিন রাতেই তুফানসহ তিন আসামিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


