জুমবাংলা ডেস্ক : বগুড়ায় কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেনের পরিকল্পনা করায় পুলিশের দুই এএসআইকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন ঠেকাতে সাধারণ দালালদের পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যদের মুঠোফোনেও আড়ি পেতেছিলে পুলিশ সদর দফতর।
সেই ফাঁদে ধরা পড়েছেন খোদ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা পুলিশের রিজার্ভ অফিসের দুই এএসআই।
তাদের সম্পর্কে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, বুধবার (৩ জুলাই) পুলিশ সদর দফতরের চিঠি পাওয়ার পর দুই এএসআইকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ সদর দফতরের আদেশের কারণ উল্লেখ না থাকায় কেন তাদের স্ট্যান্ড রিলিজ করা হলো তা আমার জানা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।