অভিযোগ অনুযায়ী রাজশাহীর সাদরা পুলিশ একাডমিতে কর্মরত পুলিশ পরিদর্শক মোস্তাফিজ হাসান রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সাহেববাজার থেকে তার মাকে নিয়ে মতিহারের ধরমপুর এলাকার বাসায় ফিরছিলেন একটি অটোরিকশায়। তাদের অটোটি কাজলা মোড়ে পৌঁছলে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার মায়ের কাছে থাকা একটি হাতব্যাগ টেনে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, ছিনতাই হওয়া ব্যাগটি তার মায়ের হাতে ছিল। সেই ব্যাগে ৮ হাজার নগদ টাকা, দুটি স্মার্টফোন ও একটি স্বর্ণের গয়না ছিল। তার সামনেই দুই ছিনতাইকারী তার মায়ের হাতব্যাগটি টান মেরে পালিয়ে যায়। মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ পরিদর্শক মোস্তাফিজ রাতেই থানায় একটি অভিযোগ দিয়েছেন। সেটি জিডি আকারে রেকর্ড করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।