নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার বাসিন্দা নাজমুল আলম তুহিন (২৫) ও আব্দুল ওহাব (৫৬)। কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. ফজলুল হক জানান, গতকাল শনিবার রাতে নাজমুল আলম তুহিনকে গ্রেপ্তার করা হয়। তার আগেই, প্রায় ১০ দিন আগে আব্দুল ওহাবকে আটক করা হয়। এ দুজনই মাদকসেবী বলে পুলিশের দাবি। তাদের জিজ্ঞাসাবাদে লুট করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মে রাত আড়াইটার দিকে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। মুখোশ পরা ১০-১২ জনের ওই ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে থাকা নগদ চার লাখ টাকা, প্রায় ১১ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে। পুলিশ বলছে, ডাকাতি চক্রের বাকি সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



