জুমবাংলা ডেস্ক : রবিবার গভীর রাতে পুলিশ পরিচয়ে এক ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে।
ওই ঘরের মালিক মো. মনিরুল ইসলাম। তিনি বর্তমানে পিরোজপুরের নাজিরপুর থানার ওসি হিসেবে কর্মরত আছেন।
ঘটনার সময় ওই বাড়িতে তার মা নূরজাহান বেগম ও ভাই ফোরকান আকন ছিলেন।
বেগম নূরজাহান জানান, আনুমানিক রাত দেড়টার দিকে তাদের দ্বিতল ভবনের নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে পাঁচ-ছয়জনের একটি দল ভিতরে ঢোকে। পরে তার কক্ষের সামনে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তিনি দরজা খুলে দেন। পরে তাকে ও তার ছেলে ফোরকানকে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়।
বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে। শিগগিরই অপরাধীদের আইনের আওয়তায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।