জুমবাংলা ডেস্ক : মাদক ও জঙ্গিবাদ রোধে কুমিল্লা জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশমাতৃকার জন্য পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে শত্রুর বিরুদ্ধে প্রথম ঘুরে দাঁড়িয়েছিলেন। পুলিশের সেই ভূমিকা দেশের তরুণ ও যুবকদের উজ্জীবিত ও প্রেরণা জুগিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত পুলিশ সদস্যরা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক দিকনির্দেশনায় সমাজে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকা ‘বঙ্গবন্ধু তরণী মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লা জেলা পুলিশের ব্যতিক্রম উদ্যোগে ‘বঙ্গবন্ধু তরণী মঞ্চ’ নির্মাণে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাঙালির প্রতিটা সংগ্রাম ও অর্জন মুক্তির পথ পরিক্রমায় বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর। নদীমাতৃক দেশ বাংলাদেশ। তার অন্যতম বাহন ছিল নৌকা। নৌকা ছাড়া কিছুই চিন্তা করতে পারতেন না তিনি। সেই নৌকা আজ বাঙালির এগিয়ে যাওয়ার প্রতীক।
কুমিল্লা জেলা পুলিশ তার সৃজনশীল কাজে সেই নৌকার আদলে বঙ্গবন্ধুর তরণী মঞ্চ তৈরিতে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান তিনি।
‘বঙ্গবন্ধু তরণী মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল-আহসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



