জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান টি.কে. গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান পুষ্টি কনজ্যুমার ডিভিশনের অধীনে বাজারে এসেছে “পুষ্টি ড্রিংকিং ওয়াটার”। গত ১ লা ফেব্রুয়ারী টি.কে.ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে “পুষ্টি ড্রিংকিং ওয়াটার” এর শুভ উদ্ভোধন করেন টি.কে. গ্রুপের সম্মানিত গ্রুপ ডিরেক্টর জনাব মোহাম্মদ মোস্তফা হায়দার।
এ সময় গ্রুপের বিভিন্ন ইউনিট ও ফ্যাক্টরী এর উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীর সাথে আরো উপস্থিত ছিলেন পরিচালক (মার্কেটিং) জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল ) জনাব খোরশেদ আলম, চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার লে: কর্নেল (অব:) আলমাস রাইসুল গণি, জি.এম. (ফ্যাক্টরী) জনাব তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত গ্রুপ ডিরেক্টর জনাব হায়দার বলেন-পুষ্টি ব্র্যান্ড সবসময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে গুনগত মানসম্পন্ন পন্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় “পুষ্টি ব্র্যান্ড” নিয়ে এসেছে আরেকটি নতুন পন্য “পুষ্টি ড্রিংকিং ওয়াটার” যা খুব শীঘ্রই ভোক্তাদের আস্থা অর্জন করবে বলে তিনি মনে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।