‘পুষ্পা টু’এর পর কবে আসছে পুষ্পা ৩?

ছবি মুক্তির সময় প্রাণঘাতী দুর্ঘটনা; প্রেক্ষাগৃহে আগুন জ্বালানোর মতো ঘটনাও ঘটেছে। তারপরেও ‘পুষ্পা টু’ নিয়ে আল্লু অর্জুন ভক্তদের উন্মাদনা থামেনি। সেই উল্লাস আরও জোরালো ছবির শেষে। কারণ, নির্মাতা সুকুমারের পক্ষ থেকে ‘পুষ্পা ৩’-এর ঘোষণা হয়েছে।

পুষ্পা টু’

ছবি দেখে আনন্দে ভাসতে ভাসতে যখন অনুরাগীরা ফিরেছেন তখনই মনখারাপের মতো খবর। ছবির সিক্যুয়েল হবে, কিন্তু দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা! একটা ছবির জন্য এতগুলো বছর অপেক্ষায় থাকতে হবে? কিছুতেই মেনে নিতে পারছেন না নায়কের ভক্তরা। তাদের প্রশ্ন, কোনও ছবির প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি যদি ব্লকবাস্টার হয়, তা হলে সেই ধারা ধরে রাখতে দ্রুত তার পরের পর্ব দর্শককে উপহার দেওয়া উচিত। কিন্তু তারা হতাশ, সুকুমার বা আল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না।

ছবির পরবর্তী পর্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এত সময় নেওয়ার কারণ জানিয়েছেন নির্মাতা। সুকুমারের প্রথম যুক্তি, ছবির চিত্রনাট্যে সবে হাত দিয়েছেন। ফলে, সেটি তৈরি করতে অনেকটা সময় লাগবে। নির্মাতার পরের যুক্তি, একইভাবে আল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে। সেগুলো ‘পুষ্পা টু’র জন্য থমকে ছিল। এবার সেই ছবিগুলোর কাজ শেষ করতে হবে নায়ককে। ফলে, ছবিটি মুক্তি পাবে ২০২৮ কিংবা ২০২৯ সালে।

ইমরান হাশমিকে যৌ.ন.দৃ.শ্যের জন্য না করেছিলেন কোয়েল

পাশাপাশি, আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। ছবির খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে এবার নামজাদা খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন। আগামী ছবিতে সেই খলনায়কের জায়গায় অভিনয় করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা।