বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা’। তার বিপরীতে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’র নজিরবিহীন সাফল্যের পর জনপ্রিয়তার চূড়ায় রয়েছেন রশ্মিকা। করোনাকালেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই তেলুগু ছবি।
রশ্মিকা নেটদুনিয়ার দীর্ঘদিনের ক্রাশ। এমনকি জাতীয় ক্রাশও ঘোষণা করা হয়েছে তাকে। তেলুগু ও কন্নড় সিনেমার অভিনেত্রী রশ্মিকা মন্দানার এখনও বলিউডে অভিষেকই হয়নি। অথচ দক্ষিণে সীমাবদ্ধ থেকেও তিনি ভারতীয় তরুণ প্রজন্মের কাছে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’য় পরিণত হয়েছেন। দীপিকা, ক্যাটরিনা, দিশা পাটনির মতো বলিউডের সুপারস্টার সব নায়িকাকে পিছনে ফেলেছেন রশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে পাওয়া যাবে শুধু তারই ছবি।
তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা হলেও তেলুগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন। তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি রুপির মালিক হয়ে গিয়েছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনো অভিনেত্রী পাওয়া যাবে না, যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করেছেন। রশ্মিকার জন্ম কর্নাটকের বিরাজপেটে। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন। প্রচুর বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। গ্ল্যামার দুনিয়ায় আসার পর থেকে এখনও পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এখন পর্যন্ত তার প্রতিটা ফিল্মই বাণিজ্যিকভাবে দারুণ সফল।
রশ্মিকার হাসিতে নাকি জাদু রয়েছে। আর ভুবন ভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম। এর আগে বলি অভিনেত্রী দিশা পাটানি হয়েছিলেন ভারতের ন্যাশনাল ক্রাশ। সেই দৌড়ে দিশাকে পিছনে ফেলে এগিয়ে এলেন রশ্মিকা। শিগগিরই বলিউডের একগুচ্ছ নতুন হিন্দি ছবিতে দেখা যাবে তাকে। সব মিলিয়ে সময়টা মন্দ কাটছে না ‘জাতীয় ক্রাশ’র। এত কম বয়সে, অল্প সময়ে যে পরিমাণ সাফল্য তিনি পেয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামে একটি কন্নড় ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন রশ্মিকা।
সেই ছবিটি ব্যাপক হিট হলেও মূলত ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন তিনি। তারপরেই খ্যাতির শীর্ষে ওঠেন। এছাড়াও তিনি বেশকিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। যেমন চমক, চালো, গীতা গোবিন্দম, দেবদাস এবং ইয়াজামানা। সাফল্যের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বেড়েছে তার পারিশ্রমিকের অঙ্কটাও। শোনা যায়, ৩-৪ কোটি টাকার কমে কোনো ছবি করেন না রশ্মিকা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে এটাই সব থেকে বেশি পারিশ্রমিক। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পুষ্পা’র বক্স অফিস সংগ্রহের কথা মাথায় রেখে এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রশ্মিকা।
ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেরও মুখ তিনি। শিগগিরই বলিউড আত্মপ্রকাশ করতে চলেছেন রশ্মিকা। ‘মিশন মজনু’ ছবির হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখছেন রশ্মিকা। ছবিতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এখানেই শেষ নয়। অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। ‘গুডবাই’ ছবিতে বিগ বি’র মেয়ের চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।