বিনোদন ডেস্ক : একটি প্যান-ইন্ডিয়া সিনেমা, যার বাজেট ছিল ৫০০ কোটি টাকা। সিনেমার জগতে ইতিহাস সৃষ্টি করে ২০২৪ সালের আইএমডিবি (IMDb)-এর ‘সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা’ তালিকায় শীর্ষ স্থান করে নিয়েছে। মুক্তির পরে এটি বক্স অফিসে ১,০৫২ কোটি টাকা আয় করে। ‘স্ত্রী ২’, ‘সিংঘম এগেইন’, এবং ‘ভুলভুলাইয়া ৩’-এর মতো বলিউড ব্লকবাস্টারগুলোকে পিছনে ফেলেছে।
যদিও সিনেমাটির প্রতি দর্শক ও সমালোচকদের মিশ্রিত প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তা সত্ত্বেও এটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। IMDb-এর ২০২৪ সালের ‘সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা’ তালিকায় শীর্ষে রয়েছে দীপিকা পাডুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। এই তেলুগু সিনেমাটি দক্ষিণী চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিরাট মাইলফলক।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হরর-কমেডি ‘স্ত্রী ২’। ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। এরপর তৃতীয় স্থানে রয়েছে তামিল সিনেমা ‘মহারাজা’, যেখানে অভিনয় করেছেন বিজয় সেথুপতি। এছাড়া, তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে হরর ড্রামা ‘শয়তান’ (অজয় দেবগণ, আর মাধবান) এবং ‘ফাইটার’ (হৃতিক রোশন), যা শীর্ষ পাঁচে স্থান পেয়েছে।
এই তালিকায় মোট সাতটি হিন্দি সিনেমা রয়েছে, যার মধ্যে ‘ভুলভুলাইয়া ৩’ (৭ম স্থান), ‘কিল’ (৮ম স্থান), ‘সিংঘম এগেইন’ (৯ম স্থান), এবং ‘লাপাতা লেডিস’ (১০ম স্থান) রয়েছে। এছাড়া, মালায়ালম সারভাইভাল থ্রিলার ‘মাঞ্জুমেল বয়েজ’ (চিদাম্বরম রচনা ও পরিচালিত) ৬ষ্ঠ স্থানে রয়েছে।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রভাস, পাডুকোন এবং বচ্চনের পাশাপাশি কামাল হাসান ও দিশা পাটানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি একটি মহাকাব্যিক সায়েন্স ফিকশন থ্রিলার। এ বিষয়ে পরিচালক নাগ অশ্বিন বলেন, ‘কল্কি ২৮৯৮ এডি-এর IMDb-এর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা হওয়ার খবর সত্যিই চমকে দেওয়ার মতো। দর্শকদের অমূল্য ভালবাসা ও সমর্থনের ফল। তালিকার শীর্ষে থাকাটা আমাদের জন্য এক বড় সম্মান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।