‘পুষ্পা ২’ ৫ দিনে মোট আয় কত হলো?

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ‘পুষ্পা টু’ ঝড় এখনও অব্যাহত। সিনেমা মুক্তির পাঁচদিন পরেও গোটা ভারত জুড়ে ‘পুষ্পা’ সাফল্যের তুঙ্গে রয়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মন্দানা, এবং ফাহাদ ফাসিল অভিনীত এই সিনেমাটি সপ্তাহের শেষের দিকে একে একে রেকর্ড ব্যবসা করছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ইতোমধ্যে ৫৯০ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে। মঙ্গলবারের মধ্যে ছবিটি ৬০০ কোটি টাকার ঘর অতিক্রম করবে, এমনটাই আশা করা হচ্ছে।

সোমবার ‘পুষ্পা ২’ ভারতে আয় করেছে ৬৫.১ কোটি টাকা। গত শুক্রবার সিনেমাটি আয় করে ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার তা দাঁড়ায় ১১৯.২৫ কোটি টাকায়। রবিবার সিনেমাটির আয় ছিল ১৪১.০৫ কোটি টাকা, যা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত, ছবিটির আয় ৫ দিনে মোট ৫৯৪.১ কোটি টাকা। ৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাওয়ার পর থেকে আল্লু অর্জুনের এই ছবিটি বক্স অফিসে এক নতুন ইতিহাস রচনা করেছে।

বিয়ে করে সুখে থাকার উপায় বলে দিলেন শাহরুখ

এটি স্পষ্ট যে, ‘পুষ্পা ২’ ভারতীয় সিনেমার অন্যতম সর্বকালের হিট হিসেবে নিজেদের জায়গা পাকা করতে চলেছে, এবং ছবির জনপ্রিয়তা দিনে দিনে আরও বাড়ছে।