জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় পূজামণ্ডপে ভাঙচুর ও শিশু হত্যা চেষ্টার ঘটনায় রুমেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
আজ রবিবার দুপুরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, অভিযুক্ত নারী পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলেন। পরে মণ্ডপে আসা এক নারীর কোল থেকে একটি শিশু কেড়ে নিয়ে আছাড় দিয়ে হত্যাচেষ্টা ও মন্দিরে ভাঙচুর করেন। এ সময় মণ্ডপে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে স্থানীয় প্রশাসনকে জানান। পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিন ও ওসি গোলাম আপসারসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। অভিযুক্ত নারীকে উদ্ধার করে থানায় আনা হয়।
এ ঘটনায় আটক হওয়া নারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে কুলাউড়া থানার ওসি।
এ দিকে, অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি মানসিক রোগী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।