স্পোর্টস ডেস্ক : প্রায় ৬ বছর পর আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছে চেতেশ্বর পূজারার। টেস্ট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত পূজারাকে ৫০ লক্ষ রুপির বিনিময়ে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সমর্থকরা নতুনরূপে দেখতে মুখিয়ে আছে ৩৩ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানকে। তবে পূজারার সফল হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক অজি গতিতারকা ব্রেট লি।
টেস্ট ক্রিকেটার পূজারাকে নিয়ে সমস্যা না থাকলেও টি-টোয়েন্টিতে তার পারফর্মেন্স নিয়ে ব্রেট লির বেশ সন্দেহ আছে। তিনি বলেছেন, ‘টেস্ট ব্যাটসম্যান পূজারাকে নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই। তার টেকনিক, বড় ইনিংস খেলার জন্য মানসিক দৃঢ়তা অসামান্য। কিন্তু অন্যদিকে দেখতে গেলে, এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে নিজের মতো সময় নিয়ে বড় ইনিংস খেলার কোনো অবকাশ নেই। এতে ৯০ মিনিটে ২০ ওভারের মধ্যেই একটা দলের ব্যাটিং শেষ হয়ে যায়।’
অস্ট্রেলিয়া সফরের পর বাকি ৭টি ফ্রাঞ্চাইজির প্রবল করতালির মধ্যে দিয়ে পূজারা আইপিএল নিলামে নতুন দল খুঁজে পেলেও অনেকেই তাকে নিয়ে সন্দিহান। চেন্নাই সুপার কিংস দলে জায়গা পেলেও ওপেনিং বা তিন নম্বরে তার ব্যাট করতে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ব্রেট লি মনে করছেন, পূজারার দলকে দেওয়ার জন্য অনেক কিছুই আছে। কিন্তু ২০ ওভারের ক্রিকেটে প্রবল চাপের মুখে দ্রুত রান করাটাই হবে তার আসল পরীক্ষা।
সাবেক অজি স্পিডস্টার আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে যত দ্রুত সম্ভব রান করার দরকার। চাপের মুখে পূজারা সেটা পারবে কিনা এটাই দেখার বিষয়। আমি তার খুব বড় ভক্ত। অস্ট্রেলিয়া সফরে আমরা দেখেছি ব্যাট হাতে সে কী করতে পারে। পূজারার মতো বড় মাপের একজন ক্রিকেটার এই ফরম্যাটের সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে পারে কি না এখন সেটাই আসল প্রশ্ন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।