বিনোদন ডেস্ক: সে সময় ছিল ঈদুল ফিতরের। বছরের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে মুক্তি পেয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি।
মুক্তি উপলক্ষে ‘গলুই’-এর প্রচারণা হয়েছিল বিভিন্নভাবে। যেটার অংশ হিসেবে টিজার ও একটি গান প্রকাশিত হয়েছিল। সেগুলো পেয়েছিল ইতিবাচক সাড়া। সিনেমাটির দ্বিতীয় গান ‘তুই আমি দুই’। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়েছিল।
গানের দৃশ্যে দেখা যায় বিরহে কাতর শাকিব ও পূজা দু’জনেই। যদিও তারা একে-অপরকে ভালোবাসেন। কিন্তু ঘটনাক্রমে পূজার বিয়ে হয় অন্যখানে। যেটা মেনে নিতে পারছেন না শাকিব। আবার গরিব হওয়ার কারণে কিছু করতেও পারছেন না। মাঝি হয়ে নৌকা চালিয়ে বধূ সেজে থাকা পূজাকে পৌঁছে দিচ্ছেন।
তবে গানের এক ফাঁকে শাকিব কল্পনা করেন, পূজার সঙ্গে তার বিয়ে হচ্ছে। ধুমধাম আয়োজনে পরিবার তাদের সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু পরক্ষণেই কল্পনাভঙ্গ হয়ে যায়।
‘তুই আমি দুই’ গানটি গেয়েছেন এস আই টুটুল। সুদীপ কুমার দীপের লেখা এ গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। শাকিবের ঠোঁটে এস আই টুটুলের বহু গান সুপারহিট হয়েছে। নতুন গানটি কতখানি সাড়া পায়, সেটা এখন দেখার বিষয়।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল ‘গলুই’। নির্মাণ করেছেন এস এ হক অলিক। এতে শাকিব অভিনয় করেছিলেন লালু চরিত্রে, আর পূজা আছেন মালার ভূমিকায়। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।