নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার বসুগাও এলাকা থেকে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার দিবাগত রাত ৮ টার দিকে তাদেরকে আটক করে গাজীপুর র্যাব-১ এর সদস্যরা।
আটকরা হলেন- গাজীপুরের বসুগাও এলাকার আবুল কাশেম সরকারের ছেলে মোঃ রেজাউল সরকার ও কক্সবাজারের মুসুনিয়া ক্যাম্পের মো. আল আমিনের স্ত্রী মোসাঃ ছমিরা।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ছমিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থেকে ইয়াবা কিনে চোরাই পথে গাজীপুরের পূবাইলে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। রাতে পূবাইলে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।