গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পুবাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পূবাইল প্রেসক্লাব কমিটি নির্বাচন করা হয়।
গাজীপুর মহানগরীর পূবাইল থানা মিরের বাজার পূবাইল প্রেস ক্লাব কার্যালয়ে শুক্রবার এই কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের পুবাইল প্রতিনিধি মো. আখতার হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মোঃ মামুন মিয়া।
নির্বাচন পরিচালনা করেন পূবাইল আদর্শ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান, মোঃ আফজাল হোসেন, পূবাইল মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন মোল্লা, পূবাইলের সাবেক শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, রিয়াজুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসায়ি,জাহাঙ্গীর হোসেন।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক জবাবদিহির আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর কণ্ঠের (অনলাইন) মো. রফিকুল ইসলাম জুয়েল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার মোতাহার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক সোনালী খবরের মো. আল-আমিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক সন্ধ্যা বাণী রবিউল আলম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ডেইলি ট্রাইব্যুনালের মেহেদি হাসান। নির্বাহী সদস্যরা হলেন যুগান্তরের ফটোসাংবাদিক শরিফ মাহমুদ, দৈনিক প্রাণের বাংলাদেশের সামসুদ্দিন জুয়েল ও দৈনিক কলম সৈনিকের মিন্টু চন্দ্র সাহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।